রাষ্ট্রীয়,স্বয়ংসেবক সংঘের (RSS) সদর দফতরে যে কোনওরকম ফটোগ্রাফি এবং ড্রোন ব্যবহার করা নিষিদ্ধ করল প্রশাসন। মহারাষ্ট্রের নাগপুরের ওই দফতরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মহম্মদ আরএসএসের সদর দফতরে হামলার হুমকি দিয়েছে। নাগপুরের মহল এলাকার সংঘ বিল্ডিংয়ে রয়েছে আরএসএসের সদর দফতর হেডগেওয়ার ভবন।
আরও পড়ুন: RSS: ভারতের প্রতিটি নাগরিকই হিন্দু, ফের দাবি মোহন ভাগবতের
নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, আরএসএসের সদর দফতরের দুই কিলোমিটারের মধ্যে কোনও ড্রোন উড়লে হয় পুলিশ সেটি বাজেয়াপ্ত করবে, নয়তো সেটিকে ধ্বংস করা হবে। ওই ড্রোনের ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।