বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) ইঙ্গিত ছিলই। কয়েক রাউন্ড গণনার পর সেই ইঙ্গিত কার্যত সত্যি হওয়ার পথে। আবারও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি (BJP)। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
কয়েকটি পকেটে সমাজবাদী পার্টি (Samajwadi Party) ভালো ফল করলেও কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে বহুজন সমাজ পার্টি (BSP) এবং কংগ্রেস (Congress)।তবে ক্ষমতায় ফিরলেও ২০১৭ সালের তুলনায় আসন কমার ইঙ্গিত রয়েছে গেরুয়া শিবিরের।
আরও পড়ুন: Five State Assembly Result: যোগীরাজ্যে এগিয়ে বিজেপি, গোয়ায় খাতা খোলার ইঙ্গিত তৃণমূলের
পশ্চিম উত্তরপ্রদেশের বড় অংশ কৃষি আইন বিরোধী আন্দোলনের প্রভাব রয়েছে। সেখানেও ভালো ফল করেছে বিজেপি। লখিমপুর-খেরি এবং হাথরসের মতো আলোচিত আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গোরক্ষপুর থেকে এগিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ।