মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ভিন্ন ধর্মের পাত্রের সঙ্গে । আর তারপরেই রোষের মুখে পড়তে হল উত্তরাখণ্ডের বিজেপি নেতাকে । যার ফলে মেয়ের বিয়ে ভেঙে দিতে বাধ্য হলেন নেতা । উত্তরাখণ্ডের পাউরি শহরের পুরসভার চেয়ারম্যান যশপাল বেনাম জানিয়েছেন, জনগণ কী চাইছে, সেটাই তার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে এখন । তাই মেয়ের বিয়ে নির্দিষ্ট দিনে দেবেন না বিজেপি নেতা ।
জানা গিয়েছে, আগামী ২৮ মে বিজেপি নেতার কন্যার বিয়ের দিন ঠিক হয়েছিল । কিন্তু পাত্র ভিন ধর্মের । এখবর প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েন বিজেপি নেতা । তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করেন বিজেপি সমর্থক-সহ নেটিজেনদের একাংশ । খবর অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে পড়ে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন যশপাল বেনাম । যদিও, বিয়ে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে কি না সেবিষয়ে খবর পাওয়া যায়নি ।
বেনাম জানিয়েছে, মেয়ের খুশির কথা চিন্তা করেই তিনি বিয়েতে রাজি হয়েছিলেন । কিন্তু জনগণের কণ্ঠস্বরও তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ । তাই নির্দিষ্ট দিনে তিনি মেয়ের বিয়ে দিচ্ছেন না বলে জানিয়েছেন ।