একবিংশ শতকের গোড়ার দিকে এসেও এখনও ঋতুস্রাব নিয়ে একাধিক কথা শুনতে হয় মহিলাদের। ঠিক সেসময়ই মেয়ের জন্য এক অভিনব কাজ করে চমকে দিলেন এক পিতা। অতি সাড়ম্বরে কন্যার ঋতুস্রাবের প্রথম দিনটি উদযাপন করলেন তিনি।
কথাতেই আছে, বাবার কাছে তার কন্যা রাজকন্যার সমান। তাই রাজকন্যার জন্য বিশেষ দিনে বিশেষ আয়োজন করলেন তিনি। বেলুন দিয়ে ঘর সাজিয়ে কেক কেটে রীতিমতো ধূমধাম করে উৎসবের মেজাজে পালন করা হল দিনটিকে। এমনই একটি ঘটনার সাক্ষী থাকল উত্তরাখন্ডের উধমসিং নগরের কাশীপুর সিটি।
ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ভাট। পেশায় তিনি সঙ্গীত শিক্ষক। সম্প্রতি তাঁর কন্যা ঋতুমতী হয়েছে। তাই এত আয়োজন। আমন্ত্রিতের তালিকায় ছিলেন পরিবারের সদস্যরা, পড়শি এবং বন্ধুরাও।
জিতেন্দ্র ভাট জানিয়েছেন, ঋতুস্রাব নিয়ে সমাজে এখনও ভ্রান্ত ধারণা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে। পিরিয়ড নিয়ে মহিলাদের অনেক সময় কটাক্ষর সম্মুখীন হতে হয়। তারও সমালোচনা করেছেন।
ইতিমধ্যে সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন জিতেন্দ্র ভাট। সেই ছবও ভাইরাল। সামাজিক সচেতনতা প্রচারের জন্য অনেকেই তাঁর এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন।