দেশে জরায়ুর ক্যানসারের বিরুদ্ধে টিকাকরণ শুরু হচ্ছে আজ থেকেই।বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই টিকাকরণের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (SII) ও ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি (DBT) যৌথভাবে এই টিকা প্রস্তুত করছে। জরায়ু বা সার্ভিক্যাল ক্যানসারের এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (qHPV)।
টিকাকরণের সূচনা হল দিল্লিতে। জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে ৯ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের জন্য এই টিকাকরণ শুরু হবে। টিকার আওতায় ৫ কোটি মেয়ের প্রত্যেককে আনা গেলে সম্ভবত ৩০ বছর পরে দেশ জরায়ু ক্যানসার মুক্ত হতে পারে, আশার আলো দেখছেন ন্য়াশনাল টেকনিক্য়াল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)-র কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা।
Mamata Banerjee: 'ধর্ম যার যার, উৎসব সবার', পুজোর ধন্যবাদ মিছিলে শহরে ব্যাপক যানজটের আশঙ্কা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য় অনুযায়ী, জরায়ুর ক্যানসারের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রতি বছর অন্তত ৬৭ হাজার মানুষ জরায়ুর ক্য়ানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া গত ১২ জুলাই এই টিকাকে ছাড়পত্র দেয় ।