কোভিডের নয়া ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বেগ বাড়ছে । দেশে ফের নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে । এরই মধ্যে আরও একটা প্রশ্ন মানুষের মনে ঘোরাফেরা করছে । জেএন.১-এর বাড়বাড়ন্তের জন্য ফের ভ্যাক্সিন নিতে হবে ? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন দেশের কোভিড প্যানেলের প্রধান এনকে আরোরা । তিনি জানালেন, কোভিডের নয়া ভ্যারিয়্যান্টের জন্য আলাদা করে টিকা নেওয়ার প্রয়োজন নেই ।
তবে, বয়স্ক বা যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।
এনকে অরোরা বলেন, 'ষাটোর্ধ্ব ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী কোনও ওষুধ খেতে হয়, তাঁদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এখনই এই নতুন উপরূপের জন্য আলাদা প্রতিষেধকের প্রয়োজন নেই।'
দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৬৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪২ জন। এর মধ্যে কেরল, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের পর সক্রিয় রোগীর তালিকায় পাঁচে উঠে এল গুজরাত। তেলাঙ্গানায় নতুন করে ১২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।