নয়ডার নাইটক্লাবের ভিতরে খন্ডযুদ্ধ। নয়ডার সাইবারস্পেসে গার্ডেন গ্যালারিয়া মলে সংঘর্ষটি হয়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল লোক একে অন্যকে ঠেলছেন। কেউ ধাক্কা মারছেন। কেউ লাথি মারছেন। বাউন্সাররা তাঁদের সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন। ভিডিয়োতে অ্যালকোহলের বোতল ছুড়ে ভাঙতেও দেখা যায়।
আরও পড়ুন: ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, তিন রেল আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের
কী কারণে এই গণ্ডগোল তা যদিও জানা যায়নি। নয়ডার গার্ডেন গ্যালারিয়া শপিং মলে এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা, তাও জানা যায়নি। ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।