ভরা গঙ্গায় চলছিল রিভার র্যাফটিং (Rishikesh river rafting)। আচমকা ছন্দপতন। র্যাফটিং-এর দাঁড় এবং অন্যান্য জিনিস নিয়ে মাঝগঙ্গায় নিজেদের মধ্যে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল পর্যটক (Fight Among Tourists During River Rafting)।
কিল-ঘুষি, চড়-থাপ্পড়, চুলোচুলি, কিছুই বাকি রইল না। অবাক করা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (River rafting fight viral video) ইতিমধ্যে ভাইরাল। উত্তরাখণ্ডের ঋষিকেশে ঘটনাটি ঘটেছে শনিবার।
তেহরি-গাড়ওয়ালের পুলিশ সুপার নবনীত বুল্লার জানিয়েছেন, ঠিক কী কারনে পর্যটকরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। ওই পর্যটকদের সনাক্ত করার পর তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।