ট্রেনের জানলা দিয়ে হাত গলিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিল । কিন্তু,চেষ্টা সফল তো হয়নি, উল্টে হাতেনাতে ধরা পড়ে যে শাস্তি পেতে হল তাকে, তা দেখে অনেকেই শিউরে উঠেছেন । সম্প্রতি, বিহারের ওই ট্রেনের ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের জানলা ধরে ঝুলছে ওই চোর । আর তার হাত ট্রেনের এপার থেকে ধরে রেখেছেন যাত্রীরা । এভাবেই ঝুলতে ঝুলতে তাকে ১৫ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয় । বিহারের (Bihar Train Viral Video) বেগুসরাইয়ের ঘটনা ।
বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি । পথে সাহেবপুর কামাল স্টেশনে জানলা দিয়ে হাত গলিয়ে মোবাইল চুরির চেষ্টা করে সেই ব্যক্তি । তখনই হাত চেপে ধরে ফেলেন যাত্রীরা । চলতে শুরু করে ট্রেন । কিন্তু যুবককে আর মুক্তি দেননি । ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বারবার অনুরোধ করেছে, যেন তার হাত না ছাড়া হয় । কারণ, একবার হাত ছেড়ে দিলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । খাগাড়িয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এভাবেই ঝুলতে থাকে ওই ব্যক্তি ।
আরও পড়ুন, Baguiati Students Murder: বাগুইআটি কাণ্ডে পুলিশের জালে গাড়িচালক, ট্রানজিট রিমান্ডে আনা হবে কলকাতায়
জানা যাচ্ছে, খাগারিয়া স্টেশন পর্যন্ত তাঁকে ধরে রেখেছিলেন যাত্রীরা। কিন্তু, এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেন স্টেশনে থামতেই দৌড়ে পালিয়ে যায় সে । পরে তাকে পুলিশ ধরতে পেরেছে কি না,তা জানা যায়নি ।