প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। শহরের অনেকগুলি আন্ডারপাস জলে ডুবেছে। তার জেরে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। এই পরিস্থিতিতে কাইজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে আটকে গেল একটি বাস। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে টিউব ও লাইফ জ্যাকেট পরিয়ে বাস যাত্রীদের উদ্ধার করা হয়। অনেকে আবার সাঁতরে ওই বাস থেকে বেরিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে কোডিয়া ব্রিজে।
কোডিয়া ব্রিজটি দিল্লি রেল স্টেশন এবং কাশ্মীরি গেটের মধ্যে যোগাযোগ স্থাপন করে। ওই ব্রিজের আন্ডারপাস দিয়ে বাসটি ক্রস করছিল। সেসময়ই বাসটি আটকে যায়। দীর্ঘ সময় ধরে চালক বাসটি চালানোর চেষ্টা করেও ব্যর্থ হন চালক। খবর দেওয়া হয় পুলিশকে। তারপর পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসযাত্রীদের উদ্ধার করে।
শুধু কোডিয়া ব্রিজ নয় শুক্রবার ভোররাতের বৃষ্টিতে প্লাবিত হয়েছে মথুরা ব্রিজ, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, আনন্দ বিহার, মেহরোলি সহ বিভিন্ন এলাকা। বহু রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে অন্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।