চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Landing) সফল অবতরণ করেছে। দক্ষিণ মেরুর আলো-আঁধারি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। কেন অবতরণের জন্য এই স্থান বেছে নিয়েছে ইসরো (ISRO)। অবতরণের পর মুখ খুললেন ইসরোর প্রধান এস সোমনাথ।
চাঁদকে হল্ট স্টেশন বানানোর চেষ্টা করছেন দুনিয়ার তাবড় তাবড় বিজ্ঞানীরা। চন্দ্রযানের অবতরণের পর এবার সেই কাজই করবেন ইসরোর বিজ্ঞানীরা। এছাড়াও গবেষণার আরও অনেক কারণ আছে। ইসরোর প্রধান এস সোমনাথ জানান, "আমরা চাঁদের দক্ষিণ মেরুর থেকে ৭০ ডিগ্রি দূরে অবতরণ করেছি। মানছি, দক্ষিণ মেরুতে আলো-আঁধারি পরিবেশ। তা সত্ত্বেও এখানে নামার অনেক কারণ আছে। সবথেকে বড় কারণ মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।"
এস সোমনাথের মতে, চাঁদ নিয়ে যারা গবেষণা করেছেন, তাঁরা দক্ষিণ মেরু নিয়ে বিস্তর আগ্রহ দেখিয়েছেন। চাঁদের ওই অংশ থেকে দূরের মহাকাশে পাড়ি জমান যায়। সেই এলাকাই খুঁজছে রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে এমন স্থান পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি।