ভারতীয় ম্যাপে ভুল থাকার অভিযোগ। হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajiv Chandrasekhar)। অভিযোগ, ভারতের মানচিত্রে (Maps Of India) জম্মু-কাশ্মীরের একাংশকে দেখানো হয়নি।
বর্ষবরণের শুভেচ্ছা জানাতে শনিবার বিকেলে টুইটার থেকে একটি বিশ্বের মানচিত্রের ভিডিয়ো পোস্ট করে টুইটার। জানানো হয়, বিশ্বের নানা প্রান্তের বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। সেই ভিডিয়োতে ভারতের ম্যাপ নিয়েই বিপত্তি বাধে।
আরও পড়ুন: রাত পোহালেই নতুন বছর! বাঙালি কার্যত পার্টি মুডে,পার্কস্ট্রিটে থিকথিকে ভিড়,দেখুন ছবি
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, যত তাড়াতাড়ি সম্ভব, এই ভুলকে যেন ঠিক করে নেয় হোয়াটসঅ্যাপ।