চন্দ্রযান ৩ এর সাফল্যের পর এবার নতুন ইতিহাস তৈরির পথে ইসরো। এবার লক্ষ্য, গগনযান। ২১ অক্টোবর দুর্গা সপ্তমীর দিন ইসরোর গগনযানের প্রথম পরীক্ষামূলক উড়ান হতে চলেছে, একথা আগেই জানিয়েছিল ISRO। এবার জানিয়ে দেওয়া হল, উৎক্ষেপণের সময়ও। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে টেস্ট ভেহিক্যাল ডেভেলপমেন্ট ফ্লাইটটি উড়বে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে।
ইসরো জানিয়েছে, গগনযান মিশনের জন্য মনুষ্যবিহীন ফ্লাইট পরীক্ষা শুরু করবে ইসরো। ২০২৪ এর আগে একাধিকবার পরীক্ষানিরীক্ষা চালাবে এই স্পেস সংস্থা। এই প্রথম মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা হচ্ছে। আগামী ২০২৫ সালে এই অভিযানে ভারত থেকে মহাকাশচারীদের যাওয়ার কথা রয়েছে মহাশূন্যে। তার আগে মানববিহীন দুটি অভিযান হবে। সেখানেই থাকবে 'ব্যোমমিত্রা'।