'মাঙ্কিপক্সের (Monkeypox) প্রাদুর্ভাব কমতে পারে তখনই, যখন রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিকরা সকলে দায়িত্ব নিয়ে বিষয়টির মোকাবিলা করার জন্য এগিয়ে আসবে। কারও মাঙ্কিপক্স (WHO) হলে অবিলম্বে তা জানাতে হবে আশেপাশে থাকা সকল মানুষকে, যাতে তাঁরাও সতর্ক থাকতে পারেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন', বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বা WHO-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেয়েসাস এই কথা বলেন।
জেনেভায় (Geneva) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘেব্রেয়েসাস আরও জানান, 'মাঙ্কিপক্সের (Monkeypox) সঙ্গে মোকাবিলা করতে গেলে শ্রেষ্ঠ উপায় হল, যতটা সম্ভব এই ভাইরাস নিয়ে সতর্ক থাকা'।
আরও পড়ুন: দুই মোচড়েই ফের বাংলা সেরা-র তকমা, ৮.৫ পেয়ে চার্টে পয়লা নম্বরে ‘মিঠাই’
তাঁর কথায়, "এর অর্থ হল, নিজেকে রক্ষা করার জন্যই নিজের চারপাশে বর্ম তুলে ধরা। যে পুরুষ অপর পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত, অন্তত কয়েকদিনের জন্য, তাঁদের নিজেদের যৌনসঙ্গীর সংখ্যা কম করার অনুরোধ করা হচ্ছে এবং একেবারে নতুন সঙ্গীর সঙ্গেও অন্তত এই সময়টায় যৌনতায় লিপ্ত হওয়ার ব্যাপারটি বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হচ্ছে'।
প্রসঙ্গত, মাঙ্কিপক্স নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে WHO।