হু-এর (WHO) সমীক্ষা অনুযায়ী ভারতীয়দের মদ (Alcohol)খাওয়ার পরিমাণ আরও বাড়বে। সমীক্ষা বলছে, ভারতীয়দের মাথাপিছু মদ সেবনের মাত্রা আমেরিকা, ব্রিটেনের তুলনায় বেশ খানিকটা কম।
বর্তমানে ১৫ বছরের ঊর্ধ্বে ভারতীয়রা মাথাপিছু ৬.৬ লিটার অ্যালকোহল সেবন করেন। কিন্তু আগামী তিন বছরে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হু।
সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৮ সালে ভারতীয়দের মাথাপিছু অ্যালকোহল সেবনের পরিমাণ ছিল পাঁচ লিটার। কিন্তু গত দুই বছরেই মধ্যেই পরিমাণ ১.১ লিটার বেড়ে গিয়েছে।
আরও পড়ুন- আস্ত মলের পুরোটাই মদ, পূর্বভারতের প্রথম মদের শপিংমল তৈরি হচ্ছে কলকাতায়
এই ধারা বজায় থাকলে হু-এর অনুমান, ২০২৫ সালে মাথা পিছু অ্যালকোহল সেবনের মাত্রা বেড়ে ৫.৬ লিটার থেকে ১০.২ লিটারে পৌঁছবে। যা বর্তমানের থেকে প্রায় দেড় লিটার বেশি।