২৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংক। কিন্তু কেন পেটিএম এর বিরুদ্ধে এহেন পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক? আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ক্রমাগত নিয়ম লঙ্ঘনের কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।
আর বি আই-এর বিবৃতি অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাপে উপযুক্ত তথ্য পরিচয় ছাড়াই হাজার হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার অধিকাংশ অ্যাকাউন্টেই কেওয়াইসি বা সাধারণ ব্যাংকিং তথ্য ঠিক নেই। একটি প্যান নম্বর থেকেই খোলা হয়েছে হাজার অ্যাকাউন্ট। এর ফলে প্রবল আর্থিক দুর্নীতির সম্ভবনা তৈরি হয়েছে। সেই কারণেই এমন পদক্ষেপ।
আরও পড়ুন - ফেসবুক চালু করেন মার্ক জুকারবার্গ, হয়েছিল চৌরিচৌরা কাণ্ড