ঠান্ডা মাথায় খুন। এবার মুম্বইতে। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে একটু একটু করে বিষ দিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। মৃতের নাম কমলকান্ত। পুলিশ সূত্রে খবর, কমলকান্তের স্ত্রী কবিতার সঙ্গে অনেকদিনই বিচ্ছেদ হয়েছিল তার। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার তারা একসঙ্গে থাকতে শুরু করে।
কবিতার সঙ্গে কমলকান্তের ছোট বেলার বন্ধু হিতেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানায় পুলিশ। কিছুদিন আগে কমলকান্তের মা মারা যান পেটের অসুখে। এরপরই কমলকান্তও পেটের অসুখে ভুগতে শুরু করেন, দ্রুত অবনতি হচ্ছিল অবস্থার। চিকিৎসকেরা দেখেছেন কমলকান্তের রক্তে আর্সেনিক এবং থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। এরপর কমলকান্ত মারা যান।
এরপর তদন্তে নামে পুলিশ, গ্রেফতার করা হয় কমলকান্তের স্ত্রী কবিতাকে৷ পুলিশি জেরায় তিনি স্বীকার করেন, স্বামীর খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিতেন তিনি৷