থানায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার । তাঁর ধর্ষকদের (Rape) শাস্তি দিচ্ছে না পুলিশ । ইচ্ছাকৃত ভাবে পুলিশ দোষীদের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না । এমনই অভিযোগ তুলে ৩২ বছর বয়সী ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । আপাতত স্থিতিশীল ওই মহিলা । উত্তরপ্রদেশের (Uttar Pradesh news) লখিমপুর খেরির ঘটনা ।
খেরি থানার পুলিশ জানিয়েছে, গত বছর ১৭ জানুয়ারি ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল ওই মহিলা । কিন্তু, গত বছর জুনে মামলা নিষ্পত্তি হয়ে যায় । তাঁর অভিযোগ ভুয়ো বলে প্রমাণিত হয় । পরে, ওই মহিলা ফের আদালতের দ্বারস্থ হন । এই মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দেয় আদালত । গোটা ঘটনার তদন্ত করে দেখছেন খেরি থানার পুলিশ সুপার (এসপি) গণেশপ্রসাদ সাহা । বাকিদেরও যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ।