চাকরির ইন্টারভিউ (Interview) দিতে গিয়ে ধর্ষণের (Rape) শিকার হলেন এক তরুণী । মাদক মেশানো পানীয় জল খাইয়ে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এমনকি, ওই তরুণীকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে । অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ওই তরুণী । উত্তরপ্রদেশের গুরুগ্রামের (Gurugram Rape) ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের বাসিন্দা ওই তরুণীকে একটি মলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় । প্রথমে সেখান থেকে তাঁকে শপিংমলের পার্কিং লটে নিয়ে যাওয়া হয় । তারপর, মাদক মেশানো জল দেওয়া হয় তাঁকে । সেই জল পান করেই তিনি অচৈতন্য হয়ে পড়েন । অভিযোগ, এরপর তাঁকে পার্কিং লটে থাকা গাড়ির ভিতর ঢুকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ধর্ষণের পর তরুণীকে পার্কিংলটেই ফেলে যায় অভিযুক্ত । পরে তাঁকে ফোন করে প্রাণনাশেরও হুমকি দেয় অভিযুক্ত।
আরও পড়ুন, Pulwama Day : বীরদের ত্যাগ ভুলবে না ভারত, পুলওয়ামা দিবসে টুইট প্রধানমন্ত্রীর
ওই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সেক্টর ৫১-র মহিলা থানার পুলিশ ।