গাড়ির বনেটে ৩-৪ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। দিল্লির অঞ্জলি সিং কাণ্ডের পর এই অভিযোগ এবার বেঙ্গালুরুতে। এই ঘটনায় মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার সকালে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের কাছে উল্লাল মেইন রোড এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, প্রথমে ওই যুবকের সঙ্গে বচসা হয় মহিলার। এরপরই গাড়ির বনেটে ওই যুবককে ৩-৪ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যান মহিলা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে মুখোমুখি ধাক্কা লাগে একটি টাটা নেক্সন ও মারুতি সুইফট গাড়ির। সেই সময় টাটার গাড়িটি চালাচ্ছিলেন প্রিয়াঙ্কা নামে এক তরুণী। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বচসা বাঁধে দুই পক্ষের। সেই অবস্থায় গাড়ি চালু করে দেন তরুণী। বনেটে নিয়েই গাড়ি চালাতে থাকে। ওই তরুণীও পাল্টা শ্লীলতাহানির অভিযোগ আনেন। তিন যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।