ফের দিল্লিতে লিভ-ইন পার্টনারকে খুন। তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আক্রান্তের। এরপরই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। দিল্লির আমন বিহার এলাকার এই ঘটনায় ফের শুরু হয়েছে চাঞ্চল্য।। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মোহিত। দিল্লি পুলিশ সূত্রে খবর, স্বামীকে ছেড়ে এসে গত ৬ বছর ধরে ওই তরুণী মোহিতের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের এক সন্তানও রয়েছে বলে খবর। সম্প্রতি মাদক সেবন নিয়ে মোহিতের সঙ্গে প্রেমিকার জোর বচসা হয়। তার জেরে প্রেমিকার গায়ে তারপিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।
গুরুতর আহত ওই তরুণীকে দিল্লির এসজিএম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে তাঁকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমনকি, পরে এইমসের ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়। টানা ১০ দিন লড়াই করার পর সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণী। এরপরই তরুণীর পরিবারের সদস্যরা মোহিতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে।
আরও পড়ুন- Ramakrishna Dev Belur: রামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি, ভোর থেকেই সেজে উঠেছে বেলুড়, ভিড় জমাচ্ছেন ভক্তরা