বিয়ের অনুষ্ঠানে নাচের সময় হৃদযন্ত্র বিকল। মৃত্যু ৬০ বছরের এক মহিলার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। বিয়ের অনুষ্ঠানে নাচের সময় ডান্স ফ্লোরে হঠাৎ করেই পড়ে যান ওই মহিলা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
বুধবার মধ্যপ্রদেশের সিওনি জেলার বাখারি নামে এক গ্রামের ঘটনা। ভিডিয়োতে দেখা গিয়েছে. ৪-৫ জন মহিলা একটি বিয়ের অনুষ্ঠানে নাচছিলেন। দেখা যায় তাদের মধ্যে একজন মেঝেতে গড়িয়ে পড়ে গেলেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে মহিলার।
আরও পড়ুন: আসানসোলের ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির নামে FIR, নাম নেই শুভেন্দু অধিকারীর
গত ২৫ নভেম্বর বারাণসিতে একইভাবে বিয়ের অনুষ্ঠান চলাকালীন নাচতে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে যায় একজন লোকের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। রাজস্থানেও একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে প্রাণ হারান এক ব্যক্তি।