অঞ্জলি সিং কাণ্ডে(Anjali Singh Hit and Run Case) কড়া পদক্ষেপ। ঘটনার প্রায় ১৪ দিন পর গাফিলতির অভিযোগে ১১ জন পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ১১ জনের মধ্যে ২ জন সাব ইন্সপেক্টর, ৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ৪ জন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল। প্রত্যেকেই দিল্লির রোহিণী জেলার পুলিশ আধিকারিক।
অভিযোগ, গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের রাতে দিল্লির কানঝাওয়ালা রোডে অঞ্জলি সিং নামে এক তরুণীর স্কুটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার পর গাড়ির মধ্যে যাঁরা ছিলেন, তাঁরা বুঝতে পারেন তরুণীর দেহ আটকে গিয়েছে গাড়িটির সঙ্গে। কিন্তু গাড়ি থেকে নেমে অঞ্জলিকে উদ্ধার না করে তাঁরা গাড়ি চালাতে থাকেন। একসময় দেহটি রাস্তায় পড়ে গেলে গাড়ি-সহ চম্পট দেন তাঁরা।
আরও পড়ুন- বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা, কবে পেশ হবে ইউনিয়ন বাজেট, জেনে নিন
ঘটনার খবর পাওয়ার পরেই ৯'টি পিসিআর ভ্যান নিয়ে ওই গাড়িটিকে ধরার চেষ্টা করেও পুলিশ ব্যর্থ হয়। পিসিআর ভ্যানগুলির(Delhi Police PCR Vans) মধ্যে ৫'টি রাস্তাতেই ছিল বলেও খবর।