রাস্তায় দাঁড়িয়ে পথ কুকুরকে খাওয়াচ্ছিলেন এক তরুণী(Chandigarh Road Accident)। সেই সময় তাঁকে চাপা দিয়ে পালায় একটি গাড়ি। রবিবার রাতে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল চণ্ডীগড়(Chandigarh Road Accident)। জানা গিয়েছে, বছর পঁচিশের ওই তরুণীর নাম তেজস্বিতা। গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন স্থানীয় এক হাসপাতালে(Chandigrah Hospital)। তাঁর মাথার দু'পাশে সেলাই পড়েছে বলেই খবর। তবে ওই তরুণী জ্ঞান হারাননি, কথাও বলতে পারছেন বলে জানিয়েছে হাসপাতাল।
রাত প্রায় সাড়ে ১১টা আচমকাই দ্রুত গতির একটি গাড়ি(Chandigarh Car Accident) তাঁর দিকে ধেয়ে আসে। কুকুরকে খাবার দিতে ব্যস্ত থাকায় তিনি গাড়িটিকে খেয়াল করেননি।এরপরেই তাঁকে ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে যায় বলেই খবর। রাস্তায় পড়ে ছটফট করতে থাকলেও তেজস্বিতাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি বলেও অভিযোগ। বেশ কিছুক্ষণ বাদে এক পথচারী তাঁকে ওই অবস্থায় দেখে পুলিশে(Chandigarh Police) খবর দেন। পুলিশের সহযোগিতায় ওই তরুণীকে ভর্তি করা হয় হাসপাতালে।
আরও পড়ুন- Kolkata House Collapse : ফের শহরে বিপত্তি, এবার মহাত্মা গান্ধী রোডে ভাঙল বাড়ির একাংশ
ঘটনার সিসিটিভি ফুটেজ জোগাড় করে সেক্টর ৬১ থানায়(Sector 61 Police Station) অভিযোগ দায়ের করেছেন তেজস্বিতার বাবা ওজস্বী কৌশল। ঘাতক গাড়িটির সন্ধানে নেমেছে পুলিশ।