পুরুষের পাশাপাশি এবার মহিলাদের বিরুদ্ধেও দায়ের হবে গণধর্ষণের মামলা। মঙ্গলবার একথা জানায় এলাহাবাদ হাইকোর্ট। ১৮৬০-এর ভারতীয় দণ্ডবিধির ২০১৩ সালে সংশোধিত ১৩ নম্বর আইন পর্যবেক্ষণ করে একথা জানান বিচারপতি শেখরকুমার যাদবের একক বেঞ্চ।
কোনও মহিলা ধর্ষণ করতে পারেন না। কিন্তু তিনি যদি একদল লোকের সঙ্গে এই ধর্ষণে সাহায্য করেন, তবে তাঁর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা হতে পারে। মঙ্গলবার তাঁর পর্যবেক্ষণে একথা জানান বিচারপতি শেখরকুমার যাদব।