উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিপুল জয় পেয়েছে বিজেপি (BJP)। সেই সঙ্গে একাধিক রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন যোগী আদিত্যনাথ। রাজনাথ সিং, রামপ্রকাশ গুপ্ত, কল্যাণ গুপ্ত- কেউই দু'বার মুখ্যমন্ত্রী হতে পারেননি উত্তরপ্রদেশে।
গত ৭০ বছরে উত্তরপ্রদেশে ২১ জন মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তাঁদের কেউই টানা ৫ বছর মুখ্যমন্ত্রীত্ব সামলানোর পর আবার জিতে আসেননি।
৩৭ বছর পর উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী টানা দ্বিতীয়বার কুর্সি দখলে রাখলেন। ১৯৮৫ সালে অবিভক্ত উত্তরপ্রদেশে এনডি তিওয়ারির এমন রেকর্ড ছিল। তারপর সেই রেকর্ডে পদার্পণ করলেন যোগী।
শেষ ১৫ বছরে বিধায়ক হিসাবে কোনও মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের তখত দখল করেননি। এমনকি যোগী যখন প্রথমবার সেখানের মুখ্যমন্ত্রী হন, তখন তিনি সাংসদ ছিলেন। এমএলসির ভোটে জয়ী হয়ে তিনি মসনদে আসেন।
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ পঞ্চম এমন মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয়বার জিতে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে এই কৃতিত্ব ছিল সম্পূর্ণা নন্দ, চন্দ্রভানু গুপ্ত, হেমবতী নন্দন বহুগুণা, নারায়ণ দত্ত তিওয়ারির।