উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের(UP Election 2022) আগে শুক্রবার গোরক্ষপুর(Gorakhpur) আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। মনোনয়ন পেশের সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।
নির্বাচনী হলফনামায় যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি টাকারও বেশি। ২০১৭ সালে শুরুর দিকে সাংসদ যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) সম্পত্তির পরিমাণ ছিল ৯৫ লক্ষ ৯৮ হাজার টাকা। ৫ বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। দিল্লি, লখনউ এবং গোরক্ষপুর সহ ৬টি জায়গায় বিভিন্ন ব্যাঙ্কে যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) ১১টি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টে জমা আছে ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকার বেশি।
হলফনামায় যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) জানান, তাঁর মোট সম্পত্তির মূল্য, ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকা। যোগীর কোনও জমি বা বাড়ি না থাকলেও ন্যাশনাল সেভিং স্কিম এবং ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে তাঁর কাছে রয়েছে ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকা৷ এছাড়াও কানের দুটি কুণ্ডল এবং রুদ্রাক্ষের মালা মিলিয়ে মোট ২০ গ্রামের সোনার গয়না রয়েছে তাঁর কাছে।