পুলিশের পরীক্ষায় ১৬০০ মিটার ফিজিক্যাল টেস্ট। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। শুক্রবার মুম্বইয়ে পুলিশের নিয়োগ পরীক্ষায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের বয়স মাত্র ২৬।
মৃত যুবক গণেশ উগাল মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা। মুম্বই বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল টেস্টের পরীক্ষা ছিল। বিদ্যানগরীর ক্যাম্পাসে অংশ নিয়েছিলেন তিনি। ১৬০০ মিটার দৌড়ের পর জ্ঞান হারিয়ে ফেলেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।