২ বস্তা গম চুরির অপরাধে ট্রাকের সামনে যুবককে পিছমোড়া করে বেঁধে(Youth tied to Truck) নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য পাঞ্জাবের(Punjab Viral Video) মুক্তসরে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত ট্রাকচালক ও খালাসির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, গমের বস্তাভর্তি ওই ট্রাকটি পাঞ্জাবের(Punjab viral video) মুক্তসরে যাচ্ছিল। পথে একজায়গায় সুযোগ বুঝে দু'বস্তা গম চুরি করে ওই অভিযুক্ত। কিন্তু সেই ঘটনা নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ট্রাকের চালক ও খালাসি। অভিযুক্তকে পিছমোড়া করে বেঁধে(Youth tied to Truck) ট্রাকের ইঞ্জিনের সামনে ঝুলিয়ে দেয় তারা। এরপর ওই অবস্থাতেই বেশ কিছুটা রাস্তা ট্রাক চালিয়ে আনে চালক।
আরও পড়ুন- Congress Leader Viral Video: 'সংবিধান বাঁচাতে মোদীকে হত্যা করতে হবে', কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায়(Punjab Viral Video) ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়ে ওঠেন নেটিজেনরা। এই ঘটনাকে 'অমানবিক' আখ্যা দিয়ে তাঁদের প্রশ্ন, চুরি করলে কেন অভিযুক্তকে পুলিশের(Punjab Police) হাতে তুলে দেওয়া হল না। এমনকি, ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার এই ঘটনা দেখার পরেও ওই যুবককে বাঁচাতে কেন কেউ এগিয়ে এলেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।