তাদের সবাই ইউটিউবার বলেই চেনে। প্রায় ৮ লক্ষ অনুগামীও রয়েছে। ভালই আয় ছিল। এবার সেই ইউটিউবারদেরই ডাকাতির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। মোট ৫ জনকে গ্রেফতার করা হলেও, দলের মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইউটিউবে 'ভোজপুরী ডিস্কো' নামে একটি চ্যানেল চালাত অভিযুক্তরা। সেই চ্যানেল থেকে ভাল আয়ও হত। কিন্তু ইউটিউবের নীতি লঙগণ করায় তাদের আয় বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে ডাকাতির পথ বেছে নেয় তারা।
অনলাইনে ক্যামেরা অপারেটর বুক করা হত। তারপর তাঁদের সঙ্গে দেখা করে কেড়ে নেওয়া হত ক্যামেরা। বেশ কয়েকজনের থেকে ৬ থেকে ১০ লক্ষ টাকার ক্যামেরা লুট করার অভিযোগ রয়েরছে।
আরও পড়ুন - মেরির কৃতিত্বে কোটি টাকা আয়, দেশের প্রথম মহিলা টিটির প্রশংসায় ভারতীয় রেল
গত ২১ মার্চ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পুলিশের কাছে প্রথম অভিযোগ জমা পড়ে। এরপরেই তদন্তে নামে পুলিশ। ফাঁদ পেতে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। উদ্ধার করা হয়েছে, বেশ কয়েকটি দামি ক্যামেরা, বাইক, রিভলভার এবং গুলি উদ্ধার হয়েছে।