মালদহের (Malda) ঐতিহ্যবাহী কালীপুজাগুলির (Kali Puja 2023) মধ্যে একটি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সর্বজনীন। চলতি বছর ৭৫তম বর্ষে পদার্পন করেছে এই পুজো। এই পুজোর এই বছরের অন্যতম আকর্ষণ বিশালাকার ৪২ ফুটের কালী প্রতিমা।
শুধু প্রতিমা নয়। এই বছর অভিনবত্ব নিয়ে আসা হয়েছে থিমেও। এবার পুজোর থিম হস্তশিল্প। মূলত হস্ত শিল্পীদের পাশে থাকতেই এই থিম বেছে নিয়েছেন পুজো উদ্যোক্তারা। রং-তুলির টানে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গন। আলো নিয়ে আসা হয়েছে সুদূর চন্দননগর থেকে। রকমারি আলোয় সেজে উঠেছে গোটা এলাকা।
আরও পড়ুন - ইলেকট্রিক আলো পছন্দ করেন না দেবী, বর্ধমানের এই কালীর বিসর্জন হয় ঘুঁটের মশাল জ্বেলে
শনিবার সকালে শোভাযাত্রা এবং সংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে ফিতে কেটে ৪২ ফুটের কালী মায়ের মূর্তির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিঙ্হানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,মালদা জেলার সভাপতি লিপিকা বর্মন ঘোষ,এছাড়াও জেলার বিভিন্ন এলাকার বিধায়করা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী সোনালী চৌধুরী।