বাতাসে বসন্ত । রঙের উৎসবের আমেজ । ছুটি ছুটি মন নিশ্চয় । হাতে দুই-তিনদিনের ছুটি নিয়ে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন ? বেশি ভাবতে হবে না । একটা দারুণ জায়গার খোঁজ নিয়ে আমি শুভশ্রী আজ চলে এসেছি । যদিও সেই জায়গা একেবারেই কোনও অফবিট নয় । সকলেরই চেনা । পুরুলিয়া । শিমুল-পলাশের দেশ । যেখানে প্রকৃতি তার রূপ ঢেলে দিয়েছে । পাহাড়, লেক, ঝর্ণা কি নেই । আজ আপনাদের সেখানেই নিয়ে যাব । প্রথমেই পুরুলিয়া গেলে কোন কোন জায়গা একেবারেই মিস করবেন না, দেখে নিন
অযোধ্যা পাহাড়
বামনি ফলস
লোয়ার ড্যাম
আপার ড্যাম
মার্বেল লেক
মুখোশ গ্রাম
তুর্গা ফলস
বড়ন্তি
গড়পঞ্চকোট
জয়চন্ডী পাহাড়
পলাশগ্রাম
শুশুনিয়া
বিহারীনাথ মন্দির
পাঞ্চেত
মাইথন
কল্যাণেশ্বরী
কীভাবে যাবেন
পুরুলিয়ায় কোন প্রান্তে যাবেন, সেটা আগে ঠিক করতে হবে । অযোধ্যায় গেলে হাওড়া থেকে ট্রেন ধরে পুরুলিয়া স্টেশনে নামতে হবে । তারপর গন্তব্য স্থানে যাওয়ার জন্য টোটো বা গাড়ি করে যাবেন । আর যদি বড়ন্তি বা জয়চন্ডীর দিকে যেতে চান, তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে আসানসোল যাবেন । তারপর সেখান থেকে লোকাল ট্রেনে চড়ে আদ্রা স্টেশন নামতে হবে । সেখান থেকে টোটো বা অটোতে গন্তব্যস্থান ।
কোথায় থাকবেন?
বড়ন্তি হোক বা অযোধ্যা, প্রচুর রিসর্ট, হোটেল রয়েছে । তবে, যাওয়ার আগে হোটেল বুক করে যাবেন ।
খরচ কেমন
খরচ থাকা-খাওয়ার উপরই নির্ভর করে । দু'জনের জন্য খরচ ১০-১২ হাজার ।