এই বছর বাঁকুড়া জেলার ছাতনার আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজোর থিম 'মাতৃঋণ'। পাশাপাশি, কোভিডকালে মুখ থুবড়ে পড়েছিল বাগডিয়া ও কুলাড়া গ্রামের বাঁশের শিল্প। সেই শিল্পীদের মনোবল ফিরিয়ে দিতে মন্ডপসজ্জার পুরো দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের হাতে। এমনটাই জানিয়েছেন 'আমরা সবাই' দুর্গোৎসব সমিতির সম্পাদক সুমন গোস্বামী। সবকিছু মিলিয়ে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন 'ছাতনা আমরা সবাই' দুর্গোৎসব সমিতি পুজোর উদ্যোক্তারা।
আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, মাঠে কাশফুলের দোলায় প্রতিধ্বনিত হচ্ছে মায়ের আগমন বার্তা। হাতে আর মাত্র ক'টা দিন। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তারা তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তুলতে ব্যস্ত। এবছর তাঁদের নয়া থিমে তাক লাগাতে বদ্ধপরিকর ছাতনার 'আমরা সবাই' দুর্গোৎসব সমিতি।
আরও পড়ুন- Viswakarma Puja 2022 : করোনা আতঙ্ক কাটিয়ে স্বমহিমায় বিশ্বকর্মা, রাজ্যজুড়ে চলছে 'দেবশিল্পী'-র পুজো