সাম্প্রতিক সময়ে ভারতের আর্থ সামজিক প্রেক্ষাপটে ঝড় উঠেছিল সমলিঙ্গ বিবাহকে (Gay Marrige) কেন্দ্র করে। কেন্দ্রের কড়া অবস্থানের মধ্যেও সুপ্রিম কোর্টে এই বিবাহ মামলা সবার নজরে এসেছিল। সেই লড়াই এখনও চলছে। যা ফলশ্রুতি দেখা গেল সম্প্রতি রাজধানী দিল্লিতে।
তাঁদের লড়াইকে ফের একবার সবার সামনে নিয়ে এলেন মডেল রাবান্নে ভিক্টর (Rabbne Victor)। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে ভিক্টরই ছিলেন শোয়ের কেন্দ্রে। ডিজাইনার ফাল্গুনী এবং শেন পিককের তৈরি সোনালি সিকুইনের লেহেঙ্গা পরে সবার নজর কাড়লেন ভিক্টর।
আরও পড়ুন : বার্বি লুকে মোদী, মমতা, সনিয়া, ছবি দেখলে চমকে উঠবেন আপনিও
সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) বেশ কিছু কাজেও এর আগে দেখা গিয়েছে ভিক্টরকে। তবে এদিন তাঁর লুক সবাইকে ছাপিয়ে গিয়েছে। সোনালি কাজের ফিশটেল লেহেঙ্গার সঙ্গে তাঁর গলায় ছিল একই রঙের চোকার এবং লম্বা চেন। হাতে ছিল সোনালি চুড়ি। মুখ ঢাকা ছিল সোনালি ভেল দিয়ে। রেনেসঁ রেভারি -- এই নামের পোশাকেই সাজানো হয়েছিল রাবান্নেকে।
এই মঞ্চেও দেখা গিয়েছে বার্বির ছোঁয়া। কারণ, উদ্বোধনের দিন বার্বি লুকেই সাজানো হয়েছিল অভিনেত্রী কিয়ারা আডবানিকে। যিনি ছিলেন এই ফ্যাশন শোয়ের শো স্টপার।