ডেঙ্গি চিকিৎসায় বড়সড় সাফল্য পেল জনসন অ্য়ান্ড জনসন। ডেঙ্গি প্রতিরোধের জন্য বিশেষ ফিভার পিল তৈরি করেছে তারা। সম্প্রতি ওই পিলের ট্রায়াল চলছিল। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ওই ওষুধের ট্রায়ালে মিলেছে বড়সড় সাফল্য।
বর্ষা শেষ হতেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করে। সারা দেশেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয় প্রতিবছরই। জনসন অ্য়ান্ড জনসনের এই পিল বাজারে এসে গেল স্বাস্থ্য় পরিষেবায় ব্যাপক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More- সংসদের আইডি, পাসওয়ার্ড দেন মহুয়া, পরিবর্তে দাবি করা হত বিলাসবহুল সামগ্রী, মানলেন হিরানন্দানি
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ল্যাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলিতে ডেঙ্গির প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা যায়। সেখানে এই ওষুধ বাজারে এলে ডেঙ্গির মোকাবিলা করা সম্ভব।