দুর্গাপুজো (Durga Puja 2022) শেষ । এবার মা লক্ষ্মীর আরাধনায় প্রস্তুত বাঙালি । এবছর, রবিবার লক্ষ্মীপুজো (Laxmi Puja 2022) । ইতিমধ্যেই ঘরে ঘরে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাড়ির মেয়ে-বউরা । ফলমূল-সবজি বাজারে ভিড় । লক্ষ্মীপুজোয় অনেক উপকরণ লাগে । ভোগেও (Laxmi Puja Bhog) থাকে বিভিন্নতা । কোথাও মাকে ফলমূল, মিষ্টি, লুচি, সুজির ভোগ দেওয়া হয় । কোথাও আবার খিচুড়ি অথবা ফ্রাইডরাইস, সঙ্গে লাবড়া বা আলুরদম । আবার অনেক জায়গায় ইলিশ মাছও থাকে ।
কোজাগরী লক্ষ্মীপুজোয় খিচুড়ি ভোগই বেশি হয় । সঙ্গে থাকে লাবড়া, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা ইত্যাদি । অনেকে আবার এখন ফ্রাইডরাইসও ভোগ হিসাবে দেয় মাকে । কোনও বাড়িতে আবার লুচি, সুজি, ফলমূল ভোগ দেওয়া হয় । কোজাগরী লক্ষ্মীপুজোর ভোগে অনেক বাড়িতেই জোড়া ইলিশ রাখা হয় । পূর্ববঙ্গীয় রীতিতে এইদিন মাছের পাঁচ পদ রান্না করা হয় । এছাড়া মা লক্ষ্মীর ভোগে সব বাড়িতেই নারকেলের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নানা মিষ্টি, খই, মুড়কি, ফলমূল তো থাকে ।
আরও পড়ুন, Laxmi Puja 2022: লক্ষ্মীপুজো মানেই আলপনা, জেনে নিন কীভাবে দিতে হয় কোজাগরী আলপনা
বাংলায় শারদীয়ার পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা হয় ৷ এছাড়া সারাবছর বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা হয় । নারু, ভোগ, নিকোনো উঠোনে আলপনা এঁকে, পাঁচালি পড়ে দেবীর আরাধনা সারা হয় ।