একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর–
দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর
শক্তি চট্টোপাধ্যায়ের লিখেছিলেন একবার। বাংলার সদ্য কৈশোর এই ভাবনায় বাঁচে বারবার। আর এই ভাবনার হাতে খড়ি হয় প্রতি সরস্বতী পুজোয় (Saraswati Puja)। ভালবাসতে ইচ্ছে করে, ভালোবাসা পেতে ইচ্ছে করে একটা দিন। ইচ্ছে করে ভালোবাসা-বাসি থেকে যাক। মাঘ পঞ্চমীর এই দিনে শৈশবে প্রথম শাড়ি পড়ার স্মৃতি, কয়েক বছর পড়ে এই দিনেই প্রথম প্রেমে পড়া।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় হাতেখড়ি ও আলপনার ইতিহাস জেনে নিন
কুচি সামলানোর ফাঁকে ঠিক দেখে নেওয়া, প্রিয় মানুষ তাকাল তো, অথবা, হলুদ পাঞ্জাবিতে কেমন লাগছে, বলল না তো?, ওমনি অভিমান। অঞ্জলির ফুল থেকে একটা পলাশ বাঁচিয়ে রাখা, সকালে দেওয়া না হয়ে উঠলে বিকেলে ছুতো খোঁজা। আর ওপাড়ে সেই পলাশ নিয়ে লুকিয়ে চালান ডায়েরিতে। আধুনিকার স্রোতে সব বদলালেও এসব তো শাশ্বত। শেষবার সরস্বতী পুজোর রাতে কীভাবে তাকিয়েছিল অপর্ণা, কখনও ভুলতে পারে জিশান?