প্রজাতন্ত্রের ৭৪ বছর! দেশজুড়েই নানা উদযাপন,বিশেষ করে ২৬ জানুয়ারির আশে পাশে। সাম্প্রতিক ট্রেন্ড মেনে এবারেও দোকানে বাজারে, অনলাইনে স্পেশাল ডিসকাউন্টের হিড়িক।
বাহারি সব নামের ছাড়। অতিকায় হোর্ডিং-এ ছয়লাপ রাস্তাঘাট-শপিং মল। ডিজিটাল জমানায় কেনাকাটার নতুন ঠিকানা অনলাইন শপিং।নানা ই কমার্স সংস্থা সেলের পসরা সাজিয়ে রেখেছে ক্রেতাদের জন্য। কেউ দিচ্ছে 'রাইট টু ফ্যাশন সেল', কেউ 'স্পিরিট অফ ইন্ডিয়া সেল' , কেউ আবার সোজা সাপটা 'রিপাবলিক ডে সেল'। ছাড়ের পরিমাণও নেহাত কম নয়, কেউ ৫০%, কেউ ৭৫%।
কোথাও পোশাকে ছাড়, কোথাও আসবাবে, কোথাও আবার মেক ওভারে। গণতন্ত্রের উদযাপন নাকি সেলের, তা বোঝাই দুঃসাধ্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মাঝে একটা গোটা দেশকেই যেন এক সুতোয় রাখার উৎসব- 'সেল'বন্ধন।