আমাদের দেশে প্রায় সব পেশাতেই এখন মহিলারা কর্মরত। তবু, এই ২০২৩-এও দিনে একবারও বাড়ির বাইরে বেরোন না এমন মহিলার সংখ্যাও নেহাত কম নয়।
সম্প্রতি, সায়েন্স ডিরেক্টস জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, শহুরে ভারতের প্রায় ৫০ % মহিলাই দিনে একবারও বাড়ির বাইরে বেরোন না। ৮৪,২০৭ জন মহিলা এবং ৮৮,৯১৪ জন পুরুষকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। ফলাফল বলছে, সাধারণ দিনে ৪৭ % মহিলাই সারাদিন বাড়িতেই থাকেন, ৫৩ % বাড়ির বাইরে বেরোন। অন্যদিকে বাড়ির বাইরে বেরনো পুরুষের সংখ্যাটা ৮৭ %।
সমীক্ষা এও বলছে, অধিকাংশ ক্ষেত্রে, বড় কোনও কারণ থাকলে তবেই বাড়ি থেকে বেরন মহিলারা, যেখানে পুরুষদের বাড়ি থেকে বেরনোর জন্য তেমন কোনও কারণের প্রয়োজন পড়ে না। পড়ুয়া অথবা কর্মরত মহিলাদের ৮১ % দিনে অন্তত একবার বাড়ির বাইরে বেরোন। বাকি মহিলাদের মাত্র ৩০ % অন্য কোনও কাজে বেরোন, ৭০ শতাংশই বাড়িতেই থাকেন।