সমুদ্র এমনিই উত্তাল। বর্ষাকালে তা আরও ফুলেফেঁপে ওঠে। আর সেই কারণেই অনেকেই বর্ষায় সমুদ্রে বেড়াতে যান। তাই আজ কয়েকটি সমুদ্র সৈকতের হদিশ জেনে নেওয়া যাক।
আরও পড়ুন -Monsoon Travel Tips: বর্ষাকালে ঘুরতে যাবেন? মাথায় রাখুন এই বিষয়গুলি
রক বিচ, পুদুচেরি
এই বর্ষায় আপনার ঠিকানা হতে পারে ফরাসি উপনিবেশ 'হলুদ শহর' অর্থাৎ পুদুচেরির রক বিচ। এই সৈকত একেবারে শান্ত, নিরিবিলি। যার রূপ দুগুণ হয় বর্ষাকালে।
গোকর্ণ, কর্নাটক
এই বর্ষায় আপনার পছন্দের জায়গা হতে পারে আরব সাগরের সৈকত। যা আপনি পাবেন কর্ণাটকের গোকর্ণে। এখানের হাফ মুন বিচ এবং কুড়লি বিচ বাকি বিচের তুলনায় শান্ত, নিরিবিলি। তাই একবার ঢুঁ মেরে আসতেই পারেন।
গোপালপুর অন সি, ওড়িশা
কাছে পিঠে ঘুরে আসার জন্য গোপালপুর-অন সি এক্কেবারে আদর্শ জায়গা। এখানে সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে পাতিসেরনপুর সৈকত, চিল্কা হ্রদ ও রুশিকন্যা নদীর মোহনা।