একপাশে ব্রাজিলের জার্সিতে কাকা। অন্যপাশে স্পেনের জার্সিতে ইকার ক্য়াসিয়াস। দুই সুন্দরের মধ্যে মধ্য়মণি সে। নাম আল হিলম। হ্যাঁ এই বলেই হতে চলেছে বিশ্বকাপের চারটি ম্য়াচ। সেই বলকে সরকারি ভাব সামনে আনল প্রস্তুতকারী সংস্থা অ্য়াডিডাস। ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম ম্য়াচ খেলবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। সেই ম্য়াচেই অভিষেক হবে আল হিলমের।
এবারের বিশ্বকাপ প্রযুক্তির দিক থেকে বাকিদের টেক্কা দিয়েছে। তাই ম্য়াচ বল আল রিহালি তৈরির জন্য এই ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছিল। আল হিলমের ক্ষেত্রেও সেই একই বিষয় অনুসরণ করা হয়েছে। বিশেষ করে এই বলের মধ্যেও রাখা হয়েছে সেই বিশেষ চিপ, যা ভারের ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়া কাতারি নকশায় বদলেছে বলের রং। গায়ে এসেছে সোনালি আভা।
অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তারপরেই শুরু হবে বিশ্বকাপের সেমিফাইনাল। সেইসঙ্গে গড়াবে নতুন আল আল হিলম। এবার বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই কোনও দেশের। উদ্যোক্তাদের আশা, আল হিলম নিয়েও কোনও অভিযোগ উঠবে না।