ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে বিতর্ক অব্যাহত। তাঁকে হুমকি দিয়ে করা সাংবাদিকের মেসেজ নিয়ে সব মহলেই ঘোরতর জল্পনা শুরু হওয়ার পর তা নিয়ে তদন্ত করার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করল বিসিসিআই (BCCI)।
গত ২৩ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্ট (Wriddhiman Saha Twitter account) থেকে ওই সাংবাদিকের করা মেসেজের স্ক্রিনশট শেয়ার করলেও, তাঁর নাম জানাতে প্রাথমিকভাবে ইচ্ছুক ছিলেন না ঋদ্ধিমান (Wriddhiman Saha)।
আরও পড়ুন: পুরভোটের দিন ভাসতে পারে বাংলা, বেলা বাড়তে হতে পারে ভোগান্তি
তবে, সূত্রের খবর, তিনি তদন্ত কমিটির সামনে সাংবাদিকের পরিচয়প্রকাশ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন এবং তাঁর দিক থেকে তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
'এই ৩ সদস্যের কমিটিতে আছেন বোর্ডের (BCCI) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং। পরের সপ্তাহ থেকেই তাঁরা কাজ শুরু করবেন'। একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানায় বিসিসিআই (BCCI)।