২২টি জয়, ছটি ড্র। মোট ২৮ ম্যাচে তাদের এখনও পর্যন্ত হারাতে পারেনি। বলা হচ্ছে কলম্বিয়ার ফুটবল ইতিহাসে এটাই সর্বকালের রেকর্ড। আর এই রেকর্ডকে অস্ত্র করেই সোমবার ভারতীয় সময় ভোরে কোপার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামছেন হামেস রডরিগেজরা। যারা শেষবার কোপা জিতেছিল ২০০১ সালে। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন আর্জেন্টাইন ফুটবলের বহু যুদ্ধের সেনাপতি অ্যাঞ্জেল ডি মারিয়া।
লুসাইলের আমেজ কী ফিরবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ? কোপার ফাইনালের আগে এই প্রশ্ন এখন আর্জেন্টাইন সমর্থকদের মনে। কানাডাকে হারিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিল বিশ্ব ফুটবলের এক নম্বররা। সেই কানাডাকে হারিয়ে এবারে ফের তারা ফাইনালে উঠেছে। মেসির পায়ে গোল এসেছে। আর্জেন্টাইন সমর্থকদের দাবি, ফাইনালেও আসবে। তবে যাঁকে ঘিরে এত আয়োজন, সেই মেসি কিন্তু ফাইনালের আগে শান্ত।
কানাডা জয়ের পরেই কোপায় তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মেসি জানিয়েছেন, আগে তিনি ফাইনাল খেলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টাইন কোচ স্কালোনি জানিয়েছেন, পর পর দু বার কোপা জেতার জন্য ভিতর থেকে এখন ছটফট করছেন মেসি। হয়তো জীবনের শেষ কোপায় কাপটা বুয়েন্স আয়ার্সকে উপহার দিতে চান আধুনিক ফুটবলের রাজপুত্র।
উল্টোদিকে তাল ঠুকছে কলম্বিয়া। ভালদোরামার দেশ সবসময় অঘটন ঘটাতে ভালবাসে। মেক্সিকোকে হারিয়ে শেষবার তারা কোপা জিতেছিল। সেই ম্যাচ হয়তো বর্তমান কলম্বিয়া দলের কাছে ধূসর অতীত। তাই আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার ফুটবল ইতিহাসকে আরও রঙিন করতে চান জেফারসনরা। লাল কার্ড দেখায় এই আর্জেন্টিনার বিরুদ্ধে নেই ড্যানিয়েল মুনজো।