কোপার কোয়ার্টার ফাইনালে কি লিওলেন মেসি খেলবেন ? ইকুয়োডোর ম্যাচের আগে হঠাৎ করে উঠে গেল এই প্রশ্ন। কারণ, ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসে এই ব্যাপারে কিছুই বলতে পারলেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, মেসিকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে আরও সময় লাগবে। যদিও, ইকুয়েডোর ম্যাচের আগে মেসিকে দেখা গিয়েছে বল পায়ে অনুশীলনে।
গ্রুপের তিনটি ম্যাচ জিতেই কোপার কোয়ার্টার ফাইনালে উঠেছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় প্রথম কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা খেলবে ইকুয়েডোরের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, এমনিতে তাঁর দল তৈরি আছে। তবে ইকুয়েডোরকে বাড়তি সমীহ করছেন তিনি।
তবে, তিনি জানিয়েছেন মেসি খেললে একরকম দল হবে। মেসি না খেললে তাঁকে অন্য কৌশল ভাবতে হবে। এই পরিস্থিতিতে মেসির দিকেই তাকিয়ে প্রতিপক্ষ ইকুয়েডোর। তাঁদের কোচের দাবি, মেসিকে আটকানোর জন্য সব কৌশল তৈরি আছে। কিন্তু মেসি যদি না খেলেন, তাহলে তাঁরাই এগিয়ে থেকে শুরু করবেন।