পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে মাঠে নামলেই রেকর্ড তৈরি করবেন বিরাট কোহলি। শেষ সেঞ্চুরি এসেছে, প্রায় ৩ বছর হয়ে গিয়েছে। কিন্তু রবিবার আরও এক সেঞ্চুরির রেকর্ডই গড়তে চলেছেন বিরাট। আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলবেন বিরাট। ক্রিকেট বিশ্বে তিনিই প্রথম ক্রিকেটার, যার প্রত্যেক ফরম্যাটে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড আছে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবার এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ থেকেই রানে ফিরবেন বিরাট। তার আগে এই রেকর্ডের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন বন্ধু ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। বিরাটকে বার্তা দিলেন তিনি। স্টার স্পোর্টসের একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "বন্ধু বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাতে চাই। সব ধরনের ফরম্যাটে ১০০-এর বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। দারুণ সাফল্য। বিরাট, তোমার জন্য গর্বিত। ১০০তম T20 ম্যাচে আগাম শুভেচ্ছা। তোমার দিকে তাকিয়ে থাকব।"
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিংও। তিনি জানান, বিরাট যে ফের রানে ফিরবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি জানান, বিরাটের সঙ্গে তাঁর দেখা হয়েছে। ওকে খুব শান্ত লাগছে।