রবিবার ওয়াংখেড়ে রাত পরবর্তী সময় থেকে এই প্রশ্ন এখন সবার মনে। কারণ অভিষেক শর্মা। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, সর্বপরি বর্তমানে ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই মাঠ তাঁদের আতুঁড়ঘর। সেই বাইশ গজে এমন তাণ্ডব আগে কোনও দিন দেখেনি মুম্বই। তাই গ্যালারিতে বসে থাকা অমিতাভ বচ্চনকেও দেখা গেল শিশুদের মতো লাফিয়ে উঠতে।
এই তো কয়েকদিন আগের কথা। এই ছেলেটার বিরুদ্ধেও তো শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। যার জেরে গেল গেল রব উঠেছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে কি গুরু যুবির মতো শিষ্য অভিষেকও ফ্ল্যামবয়েন্ট। বাহুডরেই ভেসে থাকতে চাইছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে জেতানো ৭৯। আর ধোনির বিশ্বজয়ের মাঠে ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে দ্রুততম শতরান। সানি গাভাসকর বলছেন, এই সময়ে দাঁড়িয়ে বিশ্ব টি-টোয়েন্টিতে অভিষেক শর্মা একজন কমপ্লিট প্যাকেজ। যিনি শুধু ব্যাট হাতে হয়, বল হাতেও কনট্রিবিউট করতে জানেন।
এই ইনিংসের পর কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এই শর্মাকে কী ভাবে এড়িয়ে যেতে পারলেন অজিত আগারকররা। আশা করা যায়, পরবর্তী সময়ে হয়তো ৫০ ওভারের সাদা বলের ফরম্যাটেও দেখা যাবে এই অভিষেককে। এই আশা নিয়ে রবিবার ওয়াংখেড়ে ছেড়েছেন অভিষেক বচ্চন, আমির খানরা।
আর টি-টোয়েন্টি শেষ হতেই সোমবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজের প্রস্তুতি শুরু করলেন রোহিত-বিরাটরা। নামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। আসলে এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি।