ICC Sourav Ganguly : আইসিসি-তেও ব্রাত্য সৌরভ, নাম না করে জয় শাহের সমালোচনা মমতা

Updated : Oct 22, 2022 18:03
|
Editorji News Desk

বিসিসিআই থেকে ছেঁটে ফেলার পর এবার আইসিসি-তেও সৌরভের নাম প্রস্তাব করা হল না। ফলে আপাতত সিএবি প্রেসিডেন্ট পদের নির্বাচনেই লড়াই করতে হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। আর এই গোটা ঘটনার জন্য নাম না করে অমিত শাহ পুত্র জয় শাহকেই কার্যত কাঠগড়ায় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফলে আগামী ১৩ নভেম্বর আইসিসি-র নতুন চেয়ারম্য়ান নির্বাচন। যা ইঙ্গিত তাতে বর্তমান চেয়ারম্য়ান ক্রেগ বার্কলেকেই সমর্থন জানাতে চলেছে ভারত। 

বোর্ডের মসনদ থেকে সৌরভকে কার্যত বিদায় জানানোর পর নানা মহল থেকেই সমলোচনার ঝড় উঠেছিল। উত্তরবঙ্গ যাওয়ার আগেই বিষয়টি দেখতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। কিন্তু এদিন উত্তরবঙ্গ থেকে ফিরে তিনি জানতে পান, সৌরভকে আইসিসিতে পাঠানো হচ্ছে না। তাতেই নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-পুত্র জয় শাহের সমালোচনা করেন। মমতার দাবি, সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ বার করে দু জনের মেয়াদ বাড়ানো হয়েছিল। তা-হলে কেন সৌরভকে সরিয়ে দেওয়া হল, আর অমিত শাহ-পুত্র নিজের পদে বহাল রইলেন। 

যদিও এই ব্য়াপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সৌরভ। তবে কানাঘুষো খবর, আইসিসি-তে যাওয়ার জন্য তিনিও নাকি একটা মরিয়া চেষ্টা করেছিলেন। বিশেষ করে দিল্লিতে কেন্দ্রের শাসক দলের বেশ কয়েকজনের দেখাও নাকি করেছিলেন মহারাজ। তবে যাই হোক আপাতত সিএবিতে থাকতে হচ্ছে সৌরভকে। 

JAY SHAHSourav GangulyMamata BanerjeeICC Chairman

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত