এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার (Sri Lanka)। এদিকে হাইভোল্টেজ ফাইনালে জিততে মরিয়া রোহিত ব্রিগেড (Team India)। অক্ষর প্যাটেলের বদলি ওয়াশিংটন সুন্দর। গত ম্যাচে যাদের বিশ্রাম দেওয়া হয়েছিল, তাঁরা ফিরে এসেছেন। রবিবার। রাতের আলোয় প্রেমাদাসা স্টেডিয়ামে রান তাড়া করবে ভারত।
টসে হারের পর রোহিত বলেন, "টস জিতে আগে ব্যাটই করতাম। গত ম্য়াচে আমরা রান তাড়া করতে গিয়ে খুব অল্পরানে হেরেছি। দেখা যাক শ্রীলঙ্কা আমাদের কত টার্গেট দেয়, পরিস্থিতি বুঝে আমাদের ব্য়াট করতে হবে। এই পিচে ২৩০-২৩০ অনেক বড় রান হতে পারে।"
আরও পড়ুন: কাঁটার মুকুট বাবরের মাথায়, ভারতের কাছে হারের জের, থানায় যাচ্ছেন অভিনেত্রী
ম্যাচ শুরুর আগে রাহুল দ্রাবিড় জানান, "গোটা টুর্নামেন্টের ভাল খেলেছে শ্রীলঙ্কা। ভারতও সমান ভাবে পাল্লা দিয়েছে। তাই মনে করছি, একটা ভাল ফাইনাল হবে। তবে বিশ্বকাপের আগে চোট সব দলের সামনে উদ্বেগ বাড়চ্ছে। যা চিন্তায় রাখছে, তবে মনে হচ্ছে বিশ্বকাপের আগে একটা সুস্থ স্কোয়াড পাব।"
এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাট মোট ১৪ বার খেলা হয়েছে। ১০বার ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। ৯ বার ফাইনাল খেলেছে ভারত। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ৭বার। ছবার এশিয়া কাপ জিতেছে ভারত। তার মধ্যে ফাইনালে চারবার শ্রীলঙ্কাকেই হারিয়েছে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোগলি, কে এল রাহুল, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা