বর্ষাপাড়ায় ম্যাক্সওয়েল ম্যাজিক। মঙ্গলবার তাঁর ব্যাটে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া। রুতুরাজের শতরানের জবাব গুয়াহাটির মাঠে শতরানের ফিরিয়ে দিলেন ম্যাক্সওয়েল।
৪৮ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৬ বলে ২৮ রানের ঝড় অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের ব্যাটে। ২২২ রানের পুঁজি নিয়ে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারল ভারত।
এর আগে, ৫৭ বলে রুতুরাজের অপরাজিত ১২৩ রান। গুয়াহাটির বর্ষাপাড়ায় অস্ট্রেলিয়ার সামনে ২২৩ রানের টার্গেট রাখে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ভারত। প্রাথমিক ঝটকা সামলে হাল ধরেন ঋতু এবং অধিনায়ক সূর্য কুমার যাদব।
এই ম্যাচে অধিনায়ক স্কাইয়ের অবদান ২৯ বলে ৩৯ রান। ২৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা। এই ম্যাচে রান পেলেন না যশস্বী এবং ইশান।