হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই পুনেতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যে পুনেতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম। জোরকদমে চলছে অনুশীলন। তারই মাঝে বিরাট কোহলিকে নিয়ে প্রশংসা শোনা গেল টাইগার্সদের অধিনায়ক সাকিব আল হাসানের মুখে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলে বিরাটকে নিয়ে সাকিব বলেন, আধুনিক যুগের সবথেকে সেরা ব্যাটার কোহলি। তবে তাঁকে ৫ বার আউট করতে পেরেও নিজেকে ভাগ্যবান বলে মনে করেন সাকিব। বৃহস্পতিবারের ম্যাচেও তাঁর লক্ষ্য থাকবে কোহলির উইকেট নেওয়ার।
অন্যদিকে সাকিবের প্রশংসাও শোনা গেছে কোহলির মুখে। তিনি বলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে বল নিয়ন্ত্রণ করতে পারে সাকিব। এবং নতুন বলেও দুর্দান্ত বল করার ক্ষমতা রাখে। শুধু কোহলি নয়, সাকিবের প্রশংসা করেছেন হার্দিক পান্ডেও। তাঁর কথায়, সাকিব অত্যন্ত ভালো খেলে এবং স্মার্ট ক্রিকেটার। বাংলাদেশের অনেক প্রত্যাশা রয়েছে তাঁর কাঁধে।